পোস্টগুলি

ডিসেম্বর, ২০১০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গুঁড়ো গুঁড়ো কথা ...

ছবি
কিছুটা স্বপ্ন ছিল, কিছুটা পড়ে গেলো আলপথে কিছুটা  লেগে গেলো গাছের পাতায়, একাকীত্বে | ঘাসবনে আজও দুলে ওঠে সেইসব কথাদের  কান্না আর  টুকরো টুকরো দু:খ দিয়ে  সাজানো ছিল নীল আকাশ ...

Into the Wild

ছবি
"Into the Wild" সিনেমাটা যারা দেখেন নি, তাঁরা প্লিজ দেখে নিন| আশা করি ভালো লাগবে| আর গানগুলো তো বটেই| এডি ভেডার কে ধন্যবাদ এবং স্যালুট জানাই| Christopher McCandless  সমাজকে ছেড়ে বাসা বেঁধেছিলো আলাস্কার ঘন জঙ্গলে| সেই একাকীত্বকে নিজের গভীর থেকে অনুভব করেছিল সে| কিন্তু একদিন বুঝলো সেই একাকীত্বটুকুর বাইরেও একটা জিনিষ ছাড়া আনন্দ অসম্পূর্ণ থেকে যায়| সেটা হলো মানুষের সঙ্গ| তাই আবার ফিরে যেতে চাইলো ফেলে আসা সমাজে| কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পরলো মাত্র ২৩ বছরের ছেলেটি| মরে যাবার আগে তার নীল চোখদুটো চেয়ে আছে আকাশের দিকে, নীল মেঘের দিকে| চারিদিকে সবুজ জঙ্গল| আর ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে অসামন্য গান   "We have a greed, with which we have agreed.... Society, I hope You are not lonely, Without Me." সব মিলিয়ে অসামান্য.... এখনো জানি না, কিছু লোভ একসাথে মিশে গেলো, সবার ইচ্ছেতে - দরকারের থেকে বেশি পেতে পেতে সময়ের আগে সবাই আত্মহারা| সমাজ, তুমি বড়োই পাগল, জানি, তুমি একা হবে না, আমায় ছাড়া ... পাওয়ার থেকে চাওয়া বেশি হলে ...