পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আ'মরি বাংলাভাষা

ছবি
“কেমন আছো একুশে ফেব্রুয়ারী?” “যেমন থাকে রক্তাক্ত শরীর ফুলে ফুলে ঢেকে গেলে” “কেমন আছো বাংলাভাষা?” “যেমন থাকে সূর্যাস্তের কাঁটাতার” “কেমন আছো ভাটিয়ালী গান?” “বিদেশ-বিভুঁয়ে ট্যাক্সি চালায় ছেলেটার সাথে থাকি” “কেমন আছো স্বাধীন বাংলাদেশ?” “বর্ডার পেরোতে চাওয়া মেয়েটির সাথে গীতবিতানের ছেঁড়া পাতা, মেয়েটিকে পাওয়া যাচ্ছে না বহুদিন ধরে” “কেমন আছো বাংলা কবিতা?” “যেমন থাকে ভালোবাসার মানুষ অপমানে.... ”