দুপুরের খামোখা খেয়াল.....

তোর ছাদের ওপর আকাশ কিন্তু শুকতারাটা কই? তোর বৃষ্টি ভালো লাগে, মেঘের সাথে খেলবি এবার সই? তুই শিশির ধরতে যাবি শিউলি ফুলের ভোরে কাঁদিস না আর প্লিজ সারা দুপুর ধরে তোর শীতের রাতের শেষে লেপমুড়িতে শুয়ে অতীত দিনের পাপ সব-ই দেবো ধুয়ে ফুল ফোটাবি নাকি মৌমাছিরা এলে ? পালিয়ে গেলি কেন একলা আমায় ফেলে? বেশ করেছিস যা:! নিজের মতো থাকিস সেই সমস্ত কথা যত্ন করে রাখিস তোকেই দিলাম নাহয় ক্লান্ত খোলামকুচি এক্কা-দোক্কা খেলবি যেমন অভিরুচি দু-এক ফোঁটা কথা আমিও লিখে দিই স্টেশন এসে গেলে নাহয় নেমেই যাবি তুই....