পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একুশে ফেব্রুয়ারী

সম্মিলিত বৃষ্টির আলোক মিছিলে  হাঁটছে একুশের প্রথম প্রভাতফেরী  আমরা কেউ ভিজছি আপাদমস্তক  কেউ শিল কুড়োচ্ছি আলগোছে কুঁচবরণ কন্যা তার মেঘবরণ চুল  ভুল করে কেন এদিক ঘুরে তাকায়? "কিস্যু হবে না কোনোদিন" লালাসিক্ত পানপরাগ রাজপথে লিটল ম্যাগাজিনের স্টলে ঘুরে ঘুরে চটি বই বেচে বেঁচে আছে কোনমতে সাহাবাগ উত্তাল হতে শেখে রক্ত গরম ছিল, সীমানা পেরোচ্ছে ফেসবুক থেকে বাসন্তী রঙ ঢেউ অবসর ঠিকানা হারালো ঠিক সময় অনসাইটে ঝলমলানো সুর দাওয়ায় বসে মুড়ী-চানাচুর খাবে স্টেশনে তখন গরম চায়ের ভাঁড় অনেক টাকা মাইনে পেল ছেলে প্রবাস থেকে চিঠি কড়া নাড়ে "মা, তুমি কেমন আছো?"