পোস্টগুলি

জুন, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এলোমেলো-১

ছবি
মনের থেকে স্বপ্নেরা উড়ে গেল জানালার শিকে  ভুল করে কিছু চিঠি চাপা ছিল টেক্সট বুকে ; স্নান করে জল ফেলে পরীদল, কেউ বেসিনেতে ঘুম ধুলো অবিচল, কেউ রাস্তা পেরোবে বলে নাগরিক অজুহাতে  ক্লান্তি ঢেলেছে সোডা আর মাঝরাতে; চালচুলোহীন কিছু ফেরিওয়ালাদের কেজো দরদাম আর পথ ভুলে বেঁকে যাওয়া শহরের ট্রাম, মেয়েটা কান্না মিলছে ছাদের পাঁচিলে, ট্যাক্সির চিত্কার খাবে কাক-চিলে, বারান্দায় কত কথা জমা আছে শুকনো জামায় - যে ছেলেটা গিয়েছিল লাশকাটা ঘরে, বড় আরামে ঘুমায় |