পোস্টগুলি

জানুয়ারী, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Where all the flowers gone....

ছবি
আমার বয়সের আরো অনেক বাঙালির মতো প্রথমবার গানটা শুনেছিলাম অঞ্জন দত্তের গলায় | পরে পিট সিগারের নিজের গলায় শুনলাম অসংখ্যবার | প্রথমবার শোনার পরে আমার যে অনুভূতিটা হয়েছিল সেই ঘোরটা পরে হাজারবার শুনেও আমার কাটেনি | পিট সিগারের অসামান্য দক্ষতা, তাই সাধারণ কথা, সাধারণ সুর কেমন করে অসামান্য হয়ে ওঠে ....  সুর, তাল, লয়, ছন্দ, কথা সব হুবহু মিলে গেলেও গানটা গাওয়া বড় কঠিন | তাই এই অনুবাদ টা খুব খাজা হলেও আমার কিছু করার ছিল না | হয়তো আমি পিট সিগার নই বলে এই বাংলা গান টা কোনদিন আর গান হয়ে উঠবে না...... বাগানের সব ফুল কোথায় গেলো সময় তো পেরিয়ে গেলো বাগানের সব ফুল কোথায় গেলো বহুদিন তো হলো বাগানের সব ফুল কোথায় গেলো কিশোরী মেয়েরা তুলে নিলো কবে যে ওরা বুঝবে বলো কবে বুঝবে এই বোকাগুলো সেই কিশোরীর দল কোথায় গেলো সময় তো পেরিয়ে গেলো সেই কিশোরীর দল কোথায় গেলো বহুদিন তো হলো সেই কিশোরীর দল কোথায় গেলো ছেলেরা বিয়ে করে চলে গেলো কবে যে ওরা বুঝবে বলো কবে বুঝবে এই বোকাগুলো তরুণ ছেলেরা আজ কোথায় গেলো সময় তো পেরিয়ে গেলো তরুণ ছেলেরা আজ কোথায় ...

হয়তো কখনো ভেজে চোখের পাতা

ছবি
হ য়তো   ঠোঁটের নিচে আজও আলগোছে নীরব স্মৃতির ফোঁটা বুঝি চোখ মোছে গোধুলির নদীতীরে একলা বসেছি হয়তো তোমাকে ভেবে এখনো লিখেছি কোনো গান কবিতা বা শুধু সাদা পাতা হয়তো বলতে চাওয়া চেপে রাখা কথা তোমাকেই খুঁজে ফেরে আমার গীটার হয়তো বা সুর তোলে কান্না তোমার ...... হয়তো বা স্বরলিপি তোমাকে কাঁদায় এখনো মনকে দেখি সাদা পর্দায় নক্সী কাঁথার ভিড়ে ব্যস্ত জীবন কোলাজে হারিয়ে গেছি আমরা দুজন শহরে দেখেছি আমি গোধুলীর পাখি আলাদা শহরে আজ দুজনেই থাকি তবুও তোমার কাছে সুর বয়ে আনে হয়তো একলা বসে আছো কোনখানে ..... হয়তো বা ভালো আছো নিজের মতো আমিও সারিয়ে নেবো হৃদয়ের ক্ষত হয়তো জানালা খোলা স্বপ্নের ঘরে আমরা হারিয়ে গেছি বোধনের পরে নিরালায় আজ বসে দুজনেই ভাবি দুজনেই হারিয়েছি সে ঘরের চাবি সে ঘর এখন শুধু গুমোট ব্যথা জোছনায় ভিজে ওঠে দু ' চোখের পাতা...