Where all the flowers gone....
আমার বয়সের আরো অনেক বাঙালির মতো প্রথমবার গানটা শুনেছিলাম অঞ্জন দত্তের গলায় | পরে পিট সিগারের নিজের গলায় শুনলাম অসংখ্যবার | প্রথমবার শোনার পরে আমার যে অনুভূতিটা হয়েছিল সেই ঘোরটা পরে হাজারবার শুনেও আমার কাটেনি | পিট সিগারের অসামান্য দক্ষতা, তাই সাধারণ কথা, সাধারণ সুর কেমন করে অসামান্য হয়ে ওঠে .... সুর, তাল, লয়, ছন্দ, কথা সব হুবহু মিলে গেলেও গানটা গাওয়া বড় কঠিন | তাই এই অনুবাদ টা খুব খাজা হলেও আমার কিছু করার ছিল না | হয়তো আমি পিট সিগার নই বলে এই বাংলা গান টা কোনদিন আর গান হয়ে উঠবে না...... বাগানের সব ফুল কোথায় গেলো সময় তো পেরিয়ে গেলো বাগানের সব ফুল কোথায় গেলো বহুদিন তো হলো বাগানের সব ফুল কোথায় গেলো কিশোরী মেয়েরা তুলে নিলো কবে যে ওরা বুঝবে বলো কবে বুঝবে এই বোকাগুলো সেই কিশোরীর দল কোথায় গেলো সময় তো পেরিয়ে গেলো সেই কিশোরীর দল কোথায় গেলো বহুদিন তো হলো সেই কিশোরীর দল কোথায় গেলো ছেলেরা বিয়ে করে চলে গেলো কবে যে ওরা বুঝবে বলো কবে বুঝবে এই বোকাগুলো তরুণ ছেলেরা আজ কোথায় গেলো সময় তো পেরিয়ে গেলো তরুণ ছেলেরা আজ কোথায় ...