হয়তো কখনো ভেজে চোখের পাতা




য়তো ঠোঁটের নিচে আজও আলগোছে
নীরব স্মৃতির ফোঁটা বুঝি চোখ মোছে
গোধুলির নদীতীরে একলা বসেছি
হয়তো তোমাকে ভেবে এখনো লিখেছি
কোনো গান কবিতা বা শুধু সাদা পাতা
হয়তো বলতে চাওয়া চেপে রাখা কথা
তোমাকেই খুঁজে ফেরে আমার গীটার
হয়তো বা সুর তোলে কান্না তোমার ......

হয়তো বা স্বরলিপি তোমাকে কাঁদায়
এখনো মনকে দেখি সাদা পর্দায়
নক্সী কাঁথার ভিড়ে ব্যস্ত জীবন
কোলাজে হারিয়ে গেছি আমরা দুজন
শহরে দেখেছি আমি গোধুলীর পাখি
আলাদা শহরে আজ দুজনেই থাকি
তবুও তোমার কাছে সুর বয়ে আনে
হয়তো একলা বসে আছো কোনখানে .....

হয়তো বা ভালো আছো নিজের মতো
আমিও সারিয়ে নেবো হৃদয়ের ক্ষত
হয়তো জানালা খোলা স্বপ্নের ঘরে
আমরা হারিয়ে গেছি বোধনের পরে
নিরালায় আজ বসে দুজনেই ভাবি
দুজনেই হারিয়েছি সে ঘরের চাবি
সে ঘর এখন শুধু গুমোট ব্যথা
জোছনায় ভিজে ওঠে দু'চোখের পাতা...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....