কুঁচো-কাঁচা দুঃখকথা......
"সুখ নেইকো মনে / নাকছাবিটা হারিয়ে গেছে হলুদ বনে বনে" (১) একলা ছলাত্ছল জল থৈ থৈ কাজল চোখে বৃষ্টি অনর্গল (২) চোখ দেখেছে চোখ তোর চোখে সেই মেঘ জমেছে বৃষ্টি আমার হোক (৩) একলা এখন বাঁশি কান্নাকথা ভিজিয়ে দিলো হারিয়ে যাওয়া হাসি (৪) এলেবেলে সুর ভুলতে চাইছি দুঃখ ভোলার বৃষ্টি হৃদয়পুর (৫) ঘরের মধ্যে ঘর ঘর-ছাড়া এক গল্প তবু খুঁজছে তেপান্তর (৬) এখন সবাই একা একলা থাকার এই আকালে হঠাত্ ফিরে দেখা (৭) শীতের দিনের ভোর পিঠেপুলির গন্ধ-উঠোন থাকুক শুধু তোর (৮) উঠছে গড়ে বেড়া একটা গীটার ধুলোয় মোড়া তারগুলো তার ছেঁড়া (৯) যাবেই যদি যাক ভালোলাগার কথাগুলো দুঃখ হয়েই থাক (১০) সেসব পুড়িয়ে দিস ভাঙা-ডানার একটা ঘুঘু ডাকবে অহর্নিশ (১১) বেকার কথার ভিড় কথার ঘায়ে রূপকথাতে রোজ ধরেছে চিড় (১২) সেসব কথা কে আর বলে বল? লেপমুড়ি শীত একলা আমি হৃদয় ছলাত্ছল (১৩) নদীর ওপর সেতু ...