কুঁচো-কাঁচা দুঃখকথা......
"সুখ নেইকো মনে / নাকছাবিটা হারিয়ে গেছে হলুদ বনে বনে"
(১)
একলা ছলাত্ছল
জল থৈ থৈ কাজল চোখে বৃষ্টি অনর্গল
(২)
চোখ দেখেছে চোখ
তোর চোখে সেই মেঘ জমেছে বৃষ্টি আমার হোক
(৩)
একলা এখন বাঁশি
কান্নাকথা ভিজিয়ে দিলো হারিয়ে যাওয়া হাসি
(৪)
এলেবেলে সুর
ভুলতে চাইছি দুঃখ ভোলার বৃষ্টি হৃদয়পুর
(৫)
ঘরের মধ্যে ঘর
ঘর-ছাড়া এক গল্প তবু খুঁজছে তেপান্তর
(৬)
এখন সবাই একা
একলা থাকার এই আকালে হঠাত্ ফিরে দেখা
(৭)
শীতের দিনের ভোর
পিঠেপুলির গন্ধ-উঠোন থাকুক শুধু তোর
(৮)
উঠছে গড়ে বেড়া
একটা গীটার ধুলোয় মোড়া তারগুলো তার ছেঁড়া
(৯)
যাবেই যদি যাক
ভালোলাগার কথাগুলো দুঃখ হয়েই থাক
(১০)
সেসব পুড়িয়ে দিস
ভাঙা-ডানার একটা ঘুঘু ডাকবে অহর্নিশ
(১১)
বেকার কথার ভিড়
কথার ঘায়ে রূপকথাতে রোজ ধরেছে চিড়
(১২)
সেসব কথা কে আর বলে বল?
লেপমুড়ি শীত একলা আমি হৃদয় ছলাত্ছল
(১৩)
নদীর ওপর সেতু
মনখারাপদের গিলছে-ফেলছে খুচরো রাহু-কেতু
(১৪)
এখন কেমন আছিস?
সত্যি বলতো বৃষ্টি হলে সেসব কথা ভাবিস?
(১৫)
উতল-হাওয়ার মাসে
নীরবতার টুকরো শিশির সকালবেলার ঘাসে
(১৬)
বিকেল এলো যেই
খেই হারানো বোবা ঠোঁটে সেই ছোঁয়াটা কই?
(১৭)
আমরা অনেক দুরে
ভুল সুরে কেউ গান গায়না নিবিড় সমুদ্দুরে
(১৮)
জল ছুঁয়েছে জল
দুই শহরে দুজন মিলে একলা হাঁটি চল
(১৯)
বৃষ্টি এখনো বাকি
চিলেকোঠার ঘর ডিঙিয়ে ভিজতে আসবি নাকি?
(২০)
বাড়ি ফেরার গান
ঘর ভেঙ্গেছে টুকরো কথা, খুচরো অভিমান
(২১)
এসব কথা চেনা
রেললাইনের ধরে এখন স্মৃতির আনাগোনা
(২২)
তোমার ভালো হোক
উড়িয়ে দিলাম পুড়িয়ে দিলাম ঝরা পাতার শোক
(২৩)
স্মৃতির কিনারায়
মোবাইলের টাওয়ার ডিঙিয়ে ঝগড়া করবি আয়
(২৪)
আমায় কি তুই শান্তি দিবি?
কান্না পেলে অলীক থেকে যদি পারিস আমার বুকে হাত বুলোবি?
(২৫)
স্মৃতিও গেলো চলে
সারিয়ে নেবো সেসব ক্ষত পথের কোলাহলে
মন্তব্যসমূহ
chena osukh-sukh..
sheet er sokal
bhalolaga mukh.
বইতে থাকা নদীর মাঝে শুকনো বালুচর ..
একটি মন্তব্য পোস্ট করুন
Kichhu rong ekhono alo khujchhe ... tumio nijer ichchemoto tader niye diye jete paro tulir elomelo koyekta taan ...