পোস্টগুলি

মে, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মনের মতো ভুল ২

আর ভাল্লাগে না... অনেক হল! খুব দরকারি একটা কাগজে ভুলভাল কার্টুন আঁকতে ইচ্ছে করে, বস'কে খিস্তি মেরে ইমেল করতে ইচ্ছে করে, হার্ডডিস্ক থেকে জরুরি ফাইলগুলো কন্ট্রোল-ডিলিট মারতে ইচ্ছে করে, প্রেমিকাকে বলতে ইচ্ছে করে 'তোমার মতো কুৎসিত মহিলা আমি দুটো দেখিনি', ইচ্ছে করে মোক্ষম সময় ইন্টারনেটের তার'টা একটা কাঁচি দিয়ে কেটে দিতে... কিন্তু পারি আর কই? "আমি ভাল আছি, আপনি ভালো আছেন তো?"-টাইপ ভালো থাকাটাই অভ্যেস হয়ে গেছে। আমার এখন ভুল করতে ইচ্ছে করছে, একটা মনের মতো ভুল !!! অনেক হল খুঁতখুতেমি অনেক মেপে বাঁচা নিখুঁত সুরে গান গাওয়া আর সঠিক তালে নাচা অনেক দিলে হাততালি তাও অনেক খেলা বাকি কাজের দিনে কাজলাদিদি শোলক বলে নাকি ? তবুও আমি নিখুঁত কাজে নিখুঁত কথা বলা কোথাও কোনও ভুল হবে না ভীষণ মেপে চলা নিখুঁত হবার স্পষ্ট দাবী কষ্ট বিজয় মিছিল সত্যি বলছি নষ্ট কাজের অনেক গোঁজামিল তাই তো এখন সুযোগ খুঁজছি ফুটুক বুনো ফুল সময় হলেই করব একটা মনের মতো ভুল

তারাদের কথা

এসো  কিছু করি  -----------------------     (1) নাছোড়বান্দা স্বপ্নগুলোর হাত ধরে সে রাস্তা পেরোয়! এগোতে চায়? উঠোনজুড়ে অবিরগোলা দীর্ঘশ্বাস আর এদিক-ওদিক বেনোজলের সোঁদা বাতাস লড়াই করার গল্প শোনে, একলা বসে মাদুর বোনে | আকাশছোঁয়া ইচ্ছেডানা তার কথা তো আর বলে না! একটা থালায় সেদ্ধ আলু ,একমুঠো ভাত এইটুকু থাক ; হ্যারিকেনের টিমটিমে গান রাত জাগে, তবু "তেল কিনতেও পয়সা লাগে..." ছেঁদো চালে বৃষ্টি পড়ে ভিজিয়ে দেওয়া বালিশ-তোষক একলা ঘরে - এমনি করেই রোজনামচা এগিয়ে চলে, কান্নাগুলোই বেঁচে থাকার খবর বলে | বন্যা এসে ভাঙা বেড়া ভাসিয়ে নেবে, তবু লড়াইটাতো লড়তে হবে! ------------------------------ ------------------------------ ------------------- (2) মেঠোপথ, অন্ধকার, পাখিদের চোখ এখনো বন্ধ, সভ্যতা মানে কি খবরের কাগজ? এখানে স্থানীয় সংবাদ মানে বন্যা আর ভোট... কান্না এখানে সোঁদা দেওয়াল পেরোনোর রোজনামচা- তবুও কানাকানি হয় রোজ মাঝরাতে, কেরোসিনের আলোতে কারা যেন ছাপা অক্ষর থেকে রোদ্দুর খুঁজতে বেরোয় ; জানাজানি হয় "তারাদের কথা"|