মনের মতো ভুল ২
আর ভাল্লাগে না... অনেক হল! খুব দরকারি একটা কাগজে ভুলভাল কার্টুন আঁকতে ইচ্ছে করে, বস'কে খিস্তি মেরে ইমেল করতে ইচ্ছে করে, হার্ডডিস্ক থেকে জরুরি ফাইলগুলো কন্ট্রোল-ডিলিট মারতে ইচ্ছে করে, প্রেমিকাকে বলতে ইচ্ছে করে 'তোমার মতো কুৎসিত মহিলা আমি দুটো দেখিনি', ইচ্ছে করে মোক্ষম সময় ইন্টারনেটের তার'টা একটা কাঁচি দিয়ে কেটে দিতে... কিন্তু পারি আর কই? "আমি ভাল আছি, আপনি ভালো আছেন তো?"-টাইপ ভালো থাকাটাই অভ্যেস হয়ে গেছে। আমার এখন ভুল করতে ইচ্ছে করছে, একটা মনের মতো ভুল !!! অনেক হল খুঁতখুতেমি অনেক মেপে বাঁচা নিখুঁত সুরে গান গাওয়া আর সঠিক তালে নাচা অনেক দিলে হাততালি তাও অনেক খেলা বাকি কাজের দিনে কাজলাদিদি শোলক বলে নাকি ? তবুও আমি নিখুঁত কাজে নিখুঁত কথা বলা কোথাও কোনও ভুল হবে না ভীষণ মেপে চলা নিখুঁত হবার স্পষ্ট দাবী কষ্ট বিজয় মিছিল সত্যি বলছি নষ্ট কাজের অনেক গোঁজামিল তাই তো এখন সুযোগ খুঁজছি ফুটুক বুনো ফুল সময় হলেই করব একটা মনের মতো ভুল