তারাদের কথা

এসো  কিছু করি 
-----------------------
 
 
(1)
নাছোড়বান্দা স্বপ্নগুলোর হাত ধরে সে রাস্তা পেরোয়!
এগোতে চায়?
উঠোনজুড়ে অবিরগোলা দীর্ঘশ্বাস
আর এদিক-ওদিক বেনোজলের সোঁদা বাতাস
লড়াই করার গল্প শোনে,
একলা বসে মাদুর বোনে |
আকাশছোঁয়া ইচ্ছেডানা
তার কথা তো আর বলে না!
একটা থালায় সেদ্ধ আলু ,একমুঠো ভাত
এইটুকু থাক ;
হ্যারিকেনের টিমটিমে গান রাত জাগে,
তবু "তেল কিনতেও পয়সা লাগে..."
ছেঁদো চালে বৃষ্টি পড়ে
ভিজিয়ে দেওয়া বালিশ-তোষক একলা ঘরে -
এমনি করেই রোজনামচা এগিয়ে চলে,
কান্নাগুলোই বেঁচে থাকার খবর বলে |
বন্যা এসে ভাঙা বেড়া ভাসিয়ে নেবে,
তবু লড়াইটাতো লড়তে হবে!
-------------------------------------------------------------------------------
(2)
মেঠোপথ, অন্ধকার,
পাখিদের চোখ এখনো বন্ধ,
সভ্যতা মানে কি খবরের কাগজ?
এখানে স্থানীয় সংবাদ মানে
বন্যা আর ভোট...
কান্না এখানে
সোঁদা দেওয়াল পেরোনোর রোজনামচা-
তবুও কানাকানি হয়
রোজ মাঝরাতে,
কেরোসিনের আলোতে কারা যেন
ছাপা অক্ষর থেকে
রোদ্দুর খুঁজতে বেরোয় ;
জানাজানি হয়
"তারাদের কথা"|

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....