পোস্টগুলি

আগস্ট, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফ্রেন্ডশিপ ডে

ছবি
বন্ধুত্বের দিন  ভোরের ক্যান্টিন   আলোর ছলাকলা  অনেকটা পথ চলা  ইকিরমিকির হুসস তাকালেই দিলখুশ  হাফপ্যান্ট, রোলকল  খেলতে যাবি চল  প্যাস্টেল চারকোল  টিফিনবাক্স খোল  মনিমেলার মাঠ  রাস্তা চিনে হাঁট  আচারআলার ডাক  দু-পাঁচ টাকাই রাখ  ক্রিকেট খেলার গেরো  ছয় হাঁকালেই হেরো  বল পড়েছে ড্রেনে  তুই-ই দিবি এনে  এইবারে মারপিট  পাটকেল আর ইট  কাল বিকেলে তাই খেলতে আসিস ভাই  কাল থেকে হইচই কে সি নাগের বই  কান ধরে তুই দাঁড়া  হাজারটা ভ্যান্তারা  অমুক স্যারের ক্লাস  তোরাও সাথে যাস  তমুক মেয়ের চুল  সকলেই মশগুল  নিষিদ্ধ সব কাজ  করতে হবে আজ  ঢেউ জাগানো বই  আমরা তো পড়বই  বড় হবার দিন  একটু নিকোটিন  সবার কাঁধে হাত  দৌড়বে দিনরাত  সকালবিকেল ফোন  তোদের-ই গুঞ্জন  নতুন জানাশোনা  বসন্ত আলপনা  সান্ধ্য ...