ফ্রেন্ডশিপ ডে



বন্ধুত্বের দিন 
ভোরের ক্যান্টিন  

আলোর ছলাকলা 
অনেকটা পথ চলা 

ইকিরমিকির হুসস
তাকালেই দিলখুশ 

হাফপ্যান্ট, রোলকল 
খেলতে যাবি চল 

প্যাস্টেল চারকোল 
টিফিনবাক্স খোল 

মনিমেলার মাঠ 
রাস্তা চিনে হাঁট 

আচারআলার ডাক 
দু-পাঁচ টাকাই রাখ 

ক্রিকেট খেলার গেরো 
ছয় হাঁকালেই হেরো 

বল পড়েছে ড্রেনে 
তুই-ই দিবি এনে 

এইবারে মারপিট 
পাটকেল আর ইট 

কাল বিকেলে তাই
খেলতে আসিস ভাই 

কাল থেকে হইচই
কে সি নাগের বই 

কান ধরে তুই দাঁড়া 
হাজারটা ভ্যান্তারা 

অমুক স্যারের ক্লাস 
তোরাও সাথে যাস 

তমুক মেয়ের চুল 
সকলেই মশগুল 

নিষিদ্ধ সব কাজ 
করতে হবে আজ 

ঢেউ জাগানো বই 
আমরা তো পড়বই 

বড় হবার দিন 
একটু নিকোটিন 

সবার কাঁধে হাত 
দৌড়বে দিনরাত 

সকালবিকেল ফোন 
তোদের-ই গুঞ্জন 

নতুন জানাশোনা 
বসন্ত আলপনা 

সান্ধ্য কোচিং ক্লাসে 
সেও বসেছে পাশে 

কালকে যখন তবে 
সবাই জড়ো হবে 

এইটুকু সম্বল 
কি হয়েছে বল?

ট্রামলাইনের ধারে 
না বলে কি পারে ?

সূর্য উঠি উঠি 
আজকে কলেজ ছুটি 

তখন বাউল মন
শান্তিনিকেতন 

সাবধানে সব যাস 
আলগা হল রাশ 

তারপরে চল হাঁটি 
হোকনা ঝগড়াঝাঁটি 

কাবাব ভরপেট 
সবাই গ্রাজুয়েট 

এইবারে জলপান  
রঙিন জলে স্নান 

সেই সমস্ত দিন 
হঠাৎ উদাসীন 

রুটি-রুজির খোঁজ 
আড্ডা মারি রোজ 

এখন মাসের শেষ 
তোরাও নিরুদ্দেশ 

সব দিলি উলটিয়ে 
কাল নাকি তোর বিয়ে ? 

উল্টালো না কিছু 
সবাই পিছু পিছু 

নানা দেশের মাটি 
সবাই মিলে ঘাঁটি 

আমার যখন ভোর 
বাজলো কটা তোর?

পেন্সিল আর স্লেট 
ফেসবুকে আপডেট 

ফোনেই গালাগাল 
আসবি নাকি কাল? 

উল্লাসে উৎসবে 
আবার দেখা হবে 

স্মৃতিগুলোই থাকে 
জীবনপুরের বাঁকে 

এইভাবে যায় দিন 
তোদের কাছে ঋণ... 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....