শ্বদন্ত
এবারে বাংলায়...
জানিনা সবার কম্পিউটার থেকে পড়া যাবে কিনা। একটা link রাখলাম ফন্ট নিয়ে অসুবিধা হলে কাজে লাগবে।
একটা দুঃখের কবিতা। সব হাসি-গান শেষ হলে দুঃখই তো বেঁচে থাকে! দুঃখই বিশুদ্ধ, নিখাদ এবং অমোঘ।

আর কতখানি দুঃখ চাও?
আর কতটুকু দুঃখ নিজের মধ্যে
অখ্যাত সন্ধ্যার অবসরে
সন্ধ্যাদীপের মতো
তুলসীতলায় জ্বালিয়ে দেবে?
নীরব সঙ্গীত
একাকিত্বের মূর্চ্ছনায় ম্লান হয়,
ভোরের আলো
বন্ধ জানালায় গুমরে পড়ে।
ভালবাসার থেকে
আদিম স্বার্থপরতা আর কিছু নেই,
ছিলও না কোনোদিন এই অরণ্যে ;
তবু আর কতো দুঃখ পাবে?
আর কতো দুঃখ দেবে?
ক্লান্ত বিকেলে শুধুই রক্তাক্ত হও তুমি।
কতোদিন আর পাথরের
বুকে আঁচড়াবে ?
সন্ধ্যের পর আরও
অন্ধকার চাই তোমার,
এই নিয়ন আলোর শহরে?
যে সব সন্ধ্যায়
সুর ভুলে যায় পাখিদের ঝাঁক,
তোমার চোখের মণি জ্বলে ওঠে
রক্ত খেতে চাও তুমি,
রক্ত মাখতে।
এলোমেলো হওয়া চুলগুলো
ভেসে বেড়ায়
শহরের আকাশে।
আজ যদি চাই,
শরতলির ছোট্ট ঘরে
আমার একান্ত, নিতান্ত
মনখারাপের আস্তানায়
আমার ভদকার গ্লাসে
দু'ফোঁটা চোখের জল
ফেলে দিতে পার তুমি?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Kichhu rong ekhono alo khujchhe ... tumio nijer ichchemoto tader niye diye jete paro tulir elomelo koyekta taan ...