Into the Wild
"Into the Wild" সিনেমাটা যারা দেখেন নি, তাঁরা প্লিজ দেখে নিন| আশা করি ভালো লাগবে| আর গানগুলো তো বটেই|
এডি ভেডার কে ধন্যবাদ এবং স্যালুট জানাই|
Christopher McCandless সমাজকে ছেড়ে বাসা বেঁধেছিলো আলাস্কার ঘন জঙ্গলে| সেই একাকীত্বকে নিজের গভীর থেকে অনুভব করেছিল সে| কিন্তু একদিন বুঝলো সেই একাকীত্বটুকুর বাইরেও একটা জিনিষ ছাড়া আনন্দ অসম্পূর্ণ থেকে যায়| সেটা হলো মানুষের সঙ্গ|
তাই আবার ফিরে যেতে চাইলো ফেলে আসা সমাজে| কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পরলো মাত্র ২৩ বছরের ছেলেটি|
মরে যাবার আগে তার নীল চোখদুটো চেয়ে আছে আকাশের দিকে, নীল মেঘের দিকে| চারিদিকে সবুজ জঙ্গল|
আর ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে অসামন্য গান "We have a greed, with which we have agreed.... Society, I hope You are not lonely, Without Me."
সব মিলিয়ে অসামান্য....
এখনো জানি না,
কিছু লোভ একসাথে মিশে গেলো, সবার ইচ্ছেতে -
দরকারের থেকে বেশি পেতে পেতে
সময়ের আগে সবাই আত্মহারা|
সমাজ, তুমি বড়োই পাগল,
জানি, তুমি একা হবে না, আমায় ছাড়া ...
পাওয়ার থেকে চাওয়া বেশি হলে
তুমি জানো না মন আসলে কি চায় ?
যখন তুমি চাওয়ার থেকে বেশি ভাবো
তোমার ভাবনারা রক্ত ঝরায়|
হয়তো তোমার আরো বড় জায়গা দরকার
যতটা চাইছো তার থেকেও বেশি কিছু রাখার জন্য,
প্রয়োজন আরো বেশি জায়গার
সমাজ, তুমি বড়োই পাগল,
জানি, তুমি একা হবে না, আমায় ছাড়া...
সমাজ তুমি অমোঘ ও নির্ভুল,
সত্যিই, তুমি একা হবে না, আমায় ছাড়া?
সব-ই কমবেশি গতানুগতিক, কমটুকুই বেশি
কিন্তু তাই যদি হয় সব্বাই এতদ্রুত কোথায় এগোয়?
কতটা নিচে নামতে পারো শুধু এগিয়ে চলতে গিয়ে?
তুমি আকাশ থেকে কখনো দেখেছো নিচে?
তুমি পারো না..
সমাজ, তুমি বড়োই পাগল
জানি, তুমি একা হবে না, আমায় ছাড়া...
সমাজ তুমি অমোঘ ও নির্ভুল,
সত্যিই, তুমি একলা হবে না, আমায় ছাড়া?
সমাজ, আমাকে ক্ষমা করো,
তোমাকেই যদি না মানি, সবাই হাসবে;
সমাজ তুমি অমোঘ ও নির্ভুল,
জানি, তুমি একা হবে না, আমায় ছাড়া...
N.B. আরো একটু ভালো অনুবাদ, মূল লেখায় ঢোকাতে সাহস পেলুম না, তাই ফুটনোট এ ...
"সমাজ, তুমি বড়ই পাগল,
তোমার কিছুই ছেঁড়া যায় না, আমাকে ছাড়া "
এইটা আর একটা অসামান্য গান. অনুবাদটা যুতসই হলো না| কিন্তু সুর মেলাতে গেলে এর থেকে ভালো কিছু আমার ক্ষমতায় কুলোয় নি| দু:খিত |
কান্না ভেজা চোখে আমি মুক্তি খুঁজেছি
শূন্য হৃদয় শূন্যে ছুঁড়ে আমি অনেক যুঝেছি
আমার আগামী আমারি জন্য অপেক্ষাতে আছে
তাই বাঁচতে শিখেছি ...
বৃত্তগুলো হচ্ছে বড়, গিলছে আমাদের
রাত্রিগুলো মানুষ খুঁজছে, লুকিয়ে তারাদের
তাই আলোর কাছে জবাব খুঁজছি যত প্রশ্ন ভেতরের
হেঁটেই চলেছি ...
এত কাছে আর এসোনা অনেক রাস্তা বাকি
মহাকর্ষের মতই টানছো, সঙ্গে আসবে নাকি?
তোমার জন্য নিজেকে আর বন্দী করবো না,
তবু ভালোবেসেছি ...
কত মানুষ বন্দী থাকে নিজের তৈরী খাঁচায়
সমাজবদ্ধ জীবন তাকে আষ্ঠে-পৃষ্ঠে বাঁচায়
আমার মুক্তি আমি-ই খুঁজছি অন্যরকম নেশা
আমি বেঁচেই থেকেছি ...
পায়ের নিচে রাস্তা আমার কোথায় হারিয়ে যায়
ঝড়ো বাতাস এলোমেলো আমায় খুঁজে পায়
গভীর রাতে গাছের পাতা মৃত্যু আঁকড়ে ধরে
আমি পারি না ...
আমি যদি এখন অন্য রাস্তা ধরি
যদি উপগ্রহের মতো একই কক্ষপথে না ঘুরি
আমিই শুধু আইন মানি, আইন আমায় মানে না,
কেন জানি না ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Kichhu rong ekhono alo khujchhe ... tumio nijer ichchemoto tader niye diye jete paro tulir elomelo koyekta taan ...