ঘেন্না এবং ...
ভূমিকাতে একজনকে একটাই কথা বলার ছিল, "please, spare me"
এত ভাবিস না, কিছুই হয়নি
ঝরা-পাতাদের মত চোখ
কাঁধে হাতটুকু নাই বা রাখলি
এসব ফালতু নাটক
সব ঠিক আছে
কিছুই থামেনি হঠাত্
আমার কিছুই হয়নি
এসব এখন জাস্ট জলভাত
তুই কুকুর-বেড়াল পোষ
নিজেকে সাজানো ভোরে
নাইবা খুঁজলি কারণ
মিথ্যে আমাকে তুচ্ছ করে
সব ঠিক আছে
কিসের ফালতু চাপ?
আমার কিছুই হয়নি
এতো শুধু একটা ব্রেক আপ
সব আলো নিভে এলো
ঘরের ভেতর থেকে.
বাইরে নিবিড় রাত
তোকে হাতড়িয়ে ডাকে
সব ঠিক আছে
ভাবছিস অভিনয়?
আমার কিছুই হয়নি
নাহয় একটা ভাঙ্গা হৃদয়
ঠিক-বেঠিক ভাবা
দিকভুল ভালবাসাদের দায়,
ভালোথাকাদের তাতে
আর কি-ই বা আসে যায়?
সবকিছু ঠিক আছে
জীবনে যাকিছু দামী ছিল তোর চেয়ে
আমার কিছুই হয়নি
তুই তো কেবল আর একটা মেয়ে
ঘুমহীন রাত উঠে বসে
জল খেল, কে যে পিপাসিত!
সেই লোকটাকে জড়িয়ে
তুই ঘুমোতে পারবি তো?
পরিশেষে,
"It's alright, it's another night
I'm learning to stay apart
I'm alright, it's alright
It's just a broken heart"
I'm learning to stay apart
I'm alright, it's alright
It's just a broken heart"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Kichhu rong ekhono alo khujchhe ... tumio nijer ichchemoto tader niye diye jete paro tulir elomelo koyekta taan ...