গভীর দু:খে একাকিত্বকে জড়িয়ে বসে থাকি | বিশাল এই দেশ | বিপদে কাঁধে হাত রাখার মানুষগুলোকে পনেরো হাজার মাইল দুরে ফেলে এসেছি ! এদেশে আমার ভীষণ প্রয়োজনে যে লোকগুলো আমার পাশে এসে দাঁড়ালো তারা কেউ জর্ডন, কেউ আরব, কেউ মেক্সিকা, কেউ পাকিস্তান, কেউ বাংলাদেশ, কেউ চীন, কেউ ইন্দোনেশিয়া...এরম কত কত দেশ থেকে এসেছে.... তাদের সাথে আমার পরিচয় মাত্র কয়েকদিনের.. তবু তারাই আমার কাছে কোনো কিছুর প্রত্যাশা না করেই হাতগুলো বাড়িয়ে দিলো... এই অপ্রত্যশিত বন্ধুত্বের কোনো সীমান্ত নেই, যেমন সীমান্ত থাকে না আমাদের চোখের জলের.... হয়তো বেরঙিন দিনকাল আমাদের মতো কাঁদে, হয়তো রংগুলো এদিকে-ওদিকে এবরো-খেবড়ো, আমাদের জীবনের মতো | পরবাস বড় নিষ্ঠুর হতে জানে, আমরা খুজেছি আশ্রয়, ফেলে আসা সুর-পিছুটান চেনা চেনা ভালোলাগা কখনো সময়, কখনো মানুষকে অনেক পেছনে ফেলে যে যার কক্ষপথে ঘোরে| আমরা অনেক কষ্টে মনের ভাব প্রকাশ করি- ভালোবাসা ভাষা হতে শেখে, তবু সারা পৃথিবীর সব কাঁটাতার পেরিয়ে একটুকরো চোখের জল কেবল মানুষ খুঁজে ফেরে ......