পোস্টগুলি

জুলাই, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পাখি

ছবি
পাখি ,তুই  মনখারাপের  রাতে  খুচরো  চোখের  জল  পেরিয়ে  নীরব  অপেক্ষাতে  আমার  জন্য  একলা  বসে   বৃষ্টি  নিয়ে  খেলিস... তোর  কিসের  এত্ত  নালিশ ? মেঘ -পাহাড়ি  শহর  আমার  কাঁদে  আর  লুকিয়ে  রাখা  নোনতা-জলে  ভিজে  তোর-ই  জন্য  একলা  হাঁটি  ছাদে ....

দু:খ-বিলাসী

ছবি
ওরা সব আগের মতই আছে, সেই সব নিবিড় বিকেলগুলো অবিরত যারা বৃষ্টি ভিজতো কলেজ-ফিরতি শহরের পথে-ঘাটে অথবা সেই সব অগোছালো দিন এলোমেলো পথ হেঁটে ক্লান্ত SMS ছড়িয়ে ঘুমোতে যেত, তারা নিজেদের মতো ভালই আছে | সেই যে কাঁধে হাত বন্ধুর সাথে ট্রাম-লাইনের ওপরে বসে সুখটান দিত অলস গোপন কথা, এখন তাদের কথা খুব মনে হয়... আমি আজ ফেলে আসা কথাগুলো ঝেড়ে-মুছে রাখতে চাইছি, কচি-কাঁচা দু:খদের পাশে শুয়িয়ে সেইসব রূপকথার গল্প শোনাবো বলে; গল্পের রাজকন্যা সোনার কাঠি ছুঁয়ে ধরা গলায় বললো, আমি  একটু একলা হতে চাই, চারিদিকে মানুষের  স্তুপ থেকে একান্তে কাঁদার জন্য আমি একটু একলা হতে চাই

পরবাসে

ছবি
গভীর দু:খে একাকিত্বকে  জড়িয়ে বসে থাকি | বিশাল এই দেশ |  বিপদে কাঁধে হাত রাখার মানুষগুলোকে পনেরো হাজার মাইল দুরে ফেলে এসেছি ! এদেশে আমার ভীষণ প্রয়োজনে  যে লোকগুলো আমার পাশে এসে দাঁড়ালো তারা কেউ জর্ডন, কেউ আরব, কেউ মেক্সিকা, কেউ পাকিস্তান, কেউ বাংলাদেশ, কেউ চীন, কেউ ইন্দোনেশিয়া...এরম কত কত দেশ থেকে এসেছে.... তাদের সাথে আমার পরিচয় মাত্র কয়েকদিনের.. তবু তারাই আমার কাছে কোনো কিছুর প্রত্যাশা না করেই হাতগুলো বাড়িয়ে দিলো... এই অপ্রত্যশিত বন্ধুত্বের কোনো সীমান্ত নেই, যেমন সীমান্ত থাকে না আমাদের চোখের জলের.... হয়তো বেরঙিন দিনকাল আমাদের মতো কাঁদে, হয়তো রংগুলো এদিকে-ওদিকে এবরো-খেবড়ো, আমাদের জীবনের মতো | পরবাস বড় নিষ্ঠুর হতে জানে, আমরা খুজেছি আশ্রয়, ফেলে আসা সুর-পিছুটান চেনা চেনা ভালোলাগা কখনো সময়, কখনো মানুষকে অনেক পেছনে ফেলে যে যার কক্ষপথে ঘোরে| আমরা অনেক কষ্টে মনের ভাব প্রকাশ করি- ভালোবাসা ভাষা হতে শেখে, তবু সারা পৃথিবীর সব কাঁটাতার পেরিয়ে একটুকরো চোখের জল কেবল মানুষ খুঁজে ফেরে ......