পাখি



পাখি ,তুই  মনখারাপের  রাতে 
খুচরো  চোখের  জল  পেরিয়ে 
নীরব  অপেক্ষাতে 
আমার  জন্য  একলা  বসে  
বৃষ্টি  নিয়ে  খেলিস...
তোর  কিসের  এত্ত  নালিশ ?
মেঘ -পাহাড়ি  শহর  আমার  কাঁদে 
আর  লুকিয়ে  রাখা  নোনতা-জলে  ভিজে 
তোর-ই  জন্য  একলা  হাঁটি  ছাদে ....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....