দু:খ-বিলাসী


ওরা সব আগের মতই আছে,
সেই সব নিবিড় বিকেলগুলো
অবিরত যারা বৃষ্টি ভিজতো
কলেজ-ফিরতি শহরের পথে-ঘাটে
অথবা সেই সব অগোছালো দিন
এলোমেলো পথ হেঁটে ক্লান্ত SMS
ছড়িয়ে ঘুমোতে যেত,
তারা নিজেদের মতো ভালই আছে |
সেই যে কাঁধে হাত বন্ধুর সাথে
ট্রাম-লাইনের ওপরে বসে সুখটান
দিত অলস গোপন কথা,
এখন তাদের কথা খুব মনে হয়...
আমি আজ ফেলে আসা কথাগুলো
ঝেড়ে-মুছে রাখতে চাইছি,
কচি-কাঁচা দু:খদের পাশে শুয়িয়ে
সেইসব রূপকথার গল্প শোনাবো বলে;
গল্পের রাজকন্যা সোনার কাঠি ছুঁয়ে
ধরা গলায় বললো,
আমি  একটু একলা হতে চাই,
চারিদিকে মানুষের  স্তুপ থেকে
একান্তে কাঁদার জন্য
আমি একটু একলা হতে চাই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....