প্রশ্ন
বুবুনদিদির জন্য লেখা .........
এত এত ইচ্ছেরা আমাকে প্রতিদিন জড়িয়ে ধরে যে
জমিয়ে রাখা সমস্ত স্বপ্নের ফোঁটাগুলো
কেবল একটা জীবনের জন্য যথেষ্ট নয়,
যথেষ্ট নয় আমার বেঁচে থাকা, বেঁচে থাকার স্বপ্ন...
এখন এত কান্না কোথায় ঢাকবে জীবন?
স্বপ্নদের খুন করেছিলো যারা
সেইসব ঘাতকের দল শাস্তির ভয়ে লুকিয়েছে
এদিকে ওদিকে |
সেইসব স্বপ্নের সাজি
তোমার আঁচলে ছড়িয়ে দিলাম উজাড় করে,
শেষে তুমিও?
আজ তুমি দেখ আমি হেঁটে যাই তোমারই আঙিনা ধরে,
রোজ রোজ আমার স্বপ্নরা তবু মরে যায়....
স্বপ্ন,
সেই সব প্রতিটা স্বপ্ন
যারা এক একটা জীবনের মতো দামি ;
সেইসব এক একটা স্বপ্নকে বাঁচাতে
কতবার কত কোটি নরকের দরজা খুলেছি আমি,
কতবার মাথা নিচু করে পরাজয় স্বীকার করেছি ,
তবু কেন?
কেন তুমি গলা টিপে খুন করো আমার স্বপ্নদের?
আমি জানি
স্বপ্নের লাশ পিঠে নিয়ে ঘুরতে ঘুরতে জীবন ফুরিয়ে আসে,
আশা এটুকুই
যদি ব্যবহারযোগ্য কিছু ভালোবাসাটাসা পাওয়া যায়
আরো কিছু কিছু স্বপ্নের বিনিময়ে ;
জীবন তো বড় ছোট,তোমার নিষ্ঠুরতার কাছে সে নেহাতই নগন্য,
এতো রক্তে স্নান করেও
সত্যি বলো তো,
হে ঈশ্বর, তোমার শাস্তি হয় না?
এত এত ইচ্ছেরা আমাকে প্রতিদিন জড়িয়ে ধরে যে
জমিয়ে রাখা সমস্ত স্বপ্নের ফোঁটাগুলো
কেবল একটা জীবনের জন্য যথেষ্ট নয়,
যথেষ্ট নয় আমার বেঁচে থাকা, বেঁচে থাকার স্বপ্ন...
এখন এত কান্না কোথায় ঢাকবে জীবন?
স্বপ্নদের খুন করেছিলো যারা
সেইসব ঘাতকের দল শাস্তির ভয়ে লুকিয়েছে
এদিকে ওদিকে |
সেইসব স্বপ্নের সাজি
তোমার আঁচলে ছড়িয়ে দিলাম উজাড় করে,
শেষে তুমিও?
আজ তুমি দেখ আমি হেঁটে যাই তোমারই আঙিনা ধরে,
রোজ রোজ আমার স্বপ্নরা তবু মরে যায়....
স্বপ্ন,
সেই সব প্রতিটা স্বপ্ন
যারা এক একটা জীবনের মতো দামি ;
সেইসব এক একটা স্বপ্নকে বাঁচাতে
কতবার কত কোটি নরকের দরজা খুলেছি আমি,
কতবার মাথা নিচু করে পরাজয় স্বীকার করেছি ,
তবু কেন?
কেন তুমি গলা টিপে খুন করো আমার স্বপ্নদের?
আমি জানি
স্বপ্নের লাশ পিঠে নিয়ে ঘুরতে ঘুরতে জীবন ফুরিয়ে আসে,
আশা এটুকুই
যদি ব্যবহারযোগ্য কিছু ভালোবাসাটাসা পাওয়া যায়
আরো কিছু কিছু স্বপ্নের বিনিময়ে ;
জীবন তো বড় ছোট,তোমার নিষ্ঠুরতার কাছে সে নেহাতই নগন্য,
এতো রক্তে স্নান করেও
সত্যি বলো তো,
হে ঈশ্বর, তোমার শাস্তি হয় না?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Kichhu rong ekhono alo khujchhe ... tumio nijer ichchemoto tader niye diye jete paro tulir elomelo koyekta taan ...