পোস্টগুলি

জানুয়ারী, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মন খারাপের গান

তুমি অনেক তারার দেশ  জুড়ে একাই নিরুদ্দেশ  তোমায় আজকে শোনালাম  আমার মন-খারাপের গান ....

নির্বাসন

ছবি
ওই ওরা সব আমাকে ফেলেই খেলতে গেলো, ঘুরে বেড়ালো কলকাতার পথে পথে... আমি অন্য কোনোখানে কাজের চাপে কর্তব্যের খাতিরে একা একা সেলিব্রেট করি একটা শীতের ছুটির দিন... নিজের ল্যাবে... "ami nei seisob elomelo dhulo-ghata mela tobu dekha jay tomader hasi-gan-khela........." এইসব হাসি-গান-খেলা, আমি তো ছিলাম সেই শীতবেলা ; তোমাদের ধুলোমাখা দিন, আমি কাজের গভীরে ঢুকে বরফকঠিন | তোমাদের ভালোবাসা কথাগুলো ছিল, আমার বড়দিন, বড় একা একা বড় অগোছালো ... তোমাদের আড্ডায়, পথচলা গানে নীরব স্রোতের মতো আমাকেও টানে; আমাকে খুঁজেছো জানি মায়াবী শহরে , আমি স্বপ্ন খুঁজি নিজের গভীরে...

বড়দিন

ছবি
সাদা দাড়ির বুড়ো নাকি গল্প বলে, গল্প বলে? কি করে ওই বরফ-দিনে? বল্গা হরিণ দিচ্ছে টেনে চাওয়া-পাওয়া উপহারের নানান ডালি, কেকের দোকান কাঁচের দেওয়াল রংমিশালী | বাইরে একটা ছোট্ট মেয়ের চোখে তখন পাথর চাপা ব্যথার মতন কষ্ট-কথা গুমরে কাঁদে, ফুটপাথে তাই রোগা শরীর, নামমাত্র ছেঁড়া-ফাটা পশম জামা-ই জুটলো না তার ভালোমতো এই বুড়োটা, এই মেয়েকে বড়দিনে ভুলবি না তো?