নির্বাসন

ওই ওরা সব আমাকে ফেলেই খেলতে গেলো, ঘুরে বেড়ালো কলকাতার পথে পথে... আমি অন্য কোনোখানে কাজের চাপে কর্তব্যের খাতিরে একা একা সেলিব্রেট করি একটা শীতের ছুটির দিন... নিজের ল্যাবে...

"ami nei seisob elomelo dhulo-ghata mela
tobu dekha jay tomader hasi-gan-khela........."





এইসব হাসি-গান-খেলা,
আমি তো ছিলাম সেই শীতবেলা ;
তোমাদের ধুলোমাখা দিন,
আমি কাজের গভীরে ঢুকে বরফকঠিন |
তোমাদের ভালোবাসা কথাগুলো ছিল,
আমার বড়দিন, বড় একা একা বড় অগোছালো ...
তোমাদের আড্ডায়, পথচলা গানে
নীরব স্রোতের মতো আমাকেও টানে;
আমাকে খুঁজেছো জানি মায়াবী শহরে ,
আমি স্বপ্ন খুঁজি নিজের গভীরে...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....