বড়দিন


সাদা দাড়ির বুড়ো নাকি গল্প বলে,
গল্প বলে?
কি করে ওই বরফ-দিনে?
বল্গা হরিণ দিচ্ছে টেনে
চাওয়া-পাওয়া উপহারের নানান ডালি,
কেকের দোকান কাঁচের দেওয়াল রংমিশালী |
বাইরে একটা ছোট্ট মেয়ের চোখে তখন
পাথর চাপা ব্যথার মতন
কষ্ট-কথা গুমরে কাঁদে, ফুটপাথে তাই
রোগা শরীর, নামমাত্র ছেঁড়া-ফাটা পশম জামা-ই
জুটলো না তার ভালোমতো
এই বুড়োটা, এই মেয়েকে বড়দিনে ভুলবি না তো?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....