Slipping Away


রিচার্ড ম্যাক্সের কালজয়ী গান এটি  [link] |
প্রথম প্রেমে পড়ার পরে সবাই পস্তায় , আমিও.... সেই প্রেমে লেঙ্গি খেয়ে বহুদিন আগে গানটা লিখেছিলাম, তখন আমি ক্লাস  টুয়েলভ-এ পড়ি| ভাঙ্গা প্রেম আর ফসিলস তখন বুকের ভেতরে....

আজ বহুদিন পরে হঠাত পুরনো ডায়রির পাতায় খুঁজে পেয়ে এখানে দিলাম..... আমার আট বছর আগে লেখা একটা গানের ভাবানুবাদ (মানে ভেবে ভেবে অনূবাদ.... :P)




কথা ছিল তুই চলে গেলে
আমি কাঁদবো না কোনো একলা বিকেলে,
কখনো পাবো না তোকে -

কোনো বৃষ্টি বা রোদে
কোনো ভালোবাসা .....
হয়তো কোনো রঙে
আমি আঁকতে পারিনি তোর
কোনো প্রত্যাশা....
চোখ ভেজা এই বর্ষাতে
কেন রাখলি না হাত এই হাতে ?

এই আচ্ছন্নতায়
সব প্রতিরোধ ভেঙে যায়,
সব ঢেউ দিয়ে আঁকড়ে ধরেছি এই বিশ্বকে -
তবু আটকাতে পারিনি শুধু তোকে ......

এর পরে কোনো একদিন ভোরে
যদি আলো আসে,
যদি তোর স্বপ্নরা হাসে,
জেনে রাখ সার্থক হবে আমাদের
প্রেমের ব্যর্থতা ;
যদি ভালোবেসে দুরে যেতে হয়
বেদনা হোক যত নির্দয় ,
কেন সেই ব্যথা
আর কেউ বুঝলো না ?
কেন এই বুকে তোর মন কোনো আশ্রয় খুঁজলো না ?
রামধনু থেকে সব রঙ এসে এই বুকে হয়ে যায় ফিকে ,
তবু আটকাতে পারিনি শুধু তোকে !

জানি কোনোদিন কোনো চেনা হাসি
কোনো আবদার রাখবে না ,
জানি কোনদিন কেউ স্মৃতি নিয়ে
কোনো আল্পনা আঁকবে না,
শুধু স্মৃতি থেকে কান্নারা ঝরে যায় --


এই আচ্ছন্নতায়
সব প্রতিরোধ ভেঙে যায়,
সব ঢেউ দিয়ে আঁকড়ে ধরেছি এই বিশ্বকে
তবু আটকাতে পারিনি শুধু তোকে ......




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....