Slipping Away
রিচার্ড ম্যাক্সের কালজয়ী গান এটি [link] |
প্রথম প্রেমে পড়ার পরে সবাই পস্তায় , আমিও.... সেই প্রেমে লেঙ্গি খেয়ে বহুদিন আগে গানটা লিখেছিলাম, তখন আমি ক্লাস টুয়েলভ-এ পড়ি| ভাঙ্গা প্রেম আর ফসিলস তখন বুকের ভেতরে....
আজ বহুদিন পরে হঠাত পুরনো ডায়রির পাতায় খুঁজে পেয়ে এখানে দিলাম..... আমার আট বছর আগে লেখা একটা গানের ভাবানুবাদ (মানে ভেবে ভেবে অনূবাদ.... :P)
কথা ছিল তুই চলে গেলে
আমি কাঁদবো না কোনো একলা বিকেলে,
কখনো পাবো না তোকে -
কোনো বৃষ্টি বা রোদে
কোনো ভালোবাসা .....
হয়তো কোনো রঙে
আমি আঁকতে পারিনি তোর
কোনো প্রত্যাশা....
চোখ ভেজা এই বর্ষাতে
কেন রাখলি না হাত এই হাতে ?
এই আচ্ছন্নতায়
সব প্রতিরোধ ভেঙে যায়,
সব ঢেউ দিয়ে আঁকড়ে ধরেছি এই বিশ্বকে -
তবু আটকাতে পারিনি শুধু তোকে ......
এর পরে কোনো একদিন ভোরে
যদি আলো আসে,
যদি তোর স্বপ্নরা হাসে,
জেনে রাখ সার্থক হবে আমাদের
প্রেমের ব্যর্থতা ;
যদি ভালোবেসে দুরে যেতে হয়
বেদনা হোক যত নির্দয় ,
কেন সেই ব্যথা
আর কেউ বুঝলো না ?
কেন এই বুকে তোর মন কোনো আশ্রয় খুঁজলো না ?
রামধনু থেকে সব রঙ এসে এই বুকে হয়ে যায় ফিকে ,
তবু আটকাতে পারিনি শুধু তোকে !
জানি কোনোদিন কোনো চেনা হাসি
কোনো আবদার রাখবে না ,
জানি কোনদিন কেউ স্মৃতি নিয়ে
কোনো আল্পনা আঁকবে না,
শুধু স্মৃতি থেকে কান্নারা ঝরে যায় --
এই আচ্ছন্নতায়
সব প্রতিরোধ ভেঙে যায়,
সব ঢেউ দিয়ে আঁকড়ে ধরেছি এই বিশ্বকে
তবু আটকাতে পারিনি শুধু তোকে ......
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Kichhu rong ekhono alo khujchhe ... tumio nijer ichchemoto tader niye diye jete paro tulir elomelo koyekta taan ...