হারানো সুর


কতো গল্পেরা স্মৃতি হয়ে গেছে
ছবিতে লেগেছে ধুলো
চলতে চলতে পেরিয়ে যাচ্ছি
ছুটির ঘন্টাগুলো
কত দূর আমি পেরিয়ে এসেছি
সেই দিনগুলো ফেলে
পিঠে ব্যাগ নিয়ে ইস্কুলে যেতো
হাফ-প্যান্ট পরা ছেলে
ছিলো না যখন কিছুই আমার
তখনি ছিল যে সব
মিথ্যে পাওয়ার আড়ালে এখন
না-পাওয়ার উত্সব

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....