আমার নিশীথ রাতের বাদলধারা


মধ্যরাতে বৃষ্টি নামার আগে
চলকে পড়ে মনখারাপের গান
শরীর ছুঁয়ে ক্লান্ত ব্যথা-দাগে
জানলা দিয়ে উড়ছে অভিমান

ঝড়ের হাওয়া হিমশৈল হয়ে
জাহাজপথে তারার আলোর খোঁজ
সমুদ্রকে রাত যেখানে ছোঁয়
তোমায় আমি খুঁজতে আসি রোজ

নিদ্রাবিহীন গভীর পরবাসে
যখন আমার রাত্রি তটভূমি
বৃষ্টিজলে কাগজ-খেয়া ভাসে  
মাঝ-দরিয়ায় হারিয়ে গেছ তুমি

হৃদয়ে ক্ষত অশ্বক্ষুরাকৃতি
বুকের ভেতর বৃষ্টি পড়ছে খুব
আসলে সব বৃষ্টিভেজা স্মৃতি
তোমার সঙ্গে গভীর ঘুমে চুপ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....