দ্রোহজ



তখন আমার জীর্ণ ঘর-বাড়ি
কুড়িয়ে আনছি ধূসর কিছু ইঁট
জাহাজ ছাড়বে দোদুল্যমান ভোরে
নকশালবাড়ি থেকে ওয়ালস্ট্রীট

তখন আমার সাত-সতেরো কাজ
ঘামে ভেজা শার্টের কলারখানি
তর্ক হতো স্লোগানে সোচ্চার
শহর জুড়ে ব্যস্ত কানাকানি

তখন ছিল ঢাকুরিয়ার লেক
ফুটপাথে তার উপচে পড়া জল
বৃষ্টি নামে প্রেমিকাদের বাড়ি
কান্না ছিল বুকে অনর্গল

তখন আমার বসন্ত উত্সব
মহীন থেকে পিট্ সীগারের গান
মা বাজাতেন তুলসিতলায় শাঁখ
আজানে মেশে ব্যর্থ অভিমান

তখন ছিল রক্তে কালবেলা
কাঁটাপুকুর মর্গে ভীষণ শীত
মনের মধ্যে অশান্ত কল্লোল
বুকের ভেতর রবীন্দ্রসঙ্গীত

তখন ছিল ধোঁয়া ছাড়ার দিন
বাসের ভীড়ে ট্রাফিক সিগনাল
তখন ছিল অলিপাবে ভীড়
নিষিদ্ধ পথ শহরে জঞ্জাল

এসব কথা এখনো ভিড় করে
আমার এখন বাতানুকুল ঘর
এসব কথা এখনো চোখের জল
আমার এখন জীবন তেপান্তর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....