কিছু একটা পচেছে

"ভোরের বাতাসে কাঁপে ধর্ষিতা মেয়েটির বুক 
স্লোগানের ভিড়ে আমি লুকিয়েছি মুখ"



ধর্ষণ আর খুনের খবর পড়তে পড়তে বড় হয়েছি আমরা ... একটা গোটা জেনারশন শুধু খবরের কাগজের পাতায় হিংসার ছবি দেখে গেল, কান্নার ছবি দেখে গেল .... আজও  দেখছে। ২৯শে  ডিসেম্বর ২০১২ সালে দামিনী নাম একটি ধর্ষিতা মেয়ের মৃত্যু নিয়ে উত্তাল হলো দেশ .. সত্যি বলছি ধর্ষণের থেকে ধর্ষণের প্রতিবাদ করাটাই আমার কাছে নতুন লাগলো ... 
এক এক সময়ে নিজেরই ঘেন্না লাগে । ধর্ষক আর খুনিদের মুখগুলো যে আমার-ই মুখের মত , আমারি খুব পরিচিত লোকেদের মুখেদের মত। এই মুখগুলো দিয়েই আমাদের সমাজ ...
---



কিছু একটা পচেছে 

তোমার মধ্যে,
তোমার শরীরে রক্তে-মাংসে 
কিছু একটা পচেছে ।
খুব অপরিহার্য কিছু একটা
প্রতিদিন ক্ষয়ে যাচ্ছে,
বোধ হয় আর বেশিদিন নেই,
তুমি শুনতে পাচ্ছ
শরীর পচে মরে যাবার শব্দ?




তারপর তোমার পচা-গলা 
শরীরটাকে,
তোমার এই ভালবাসার শরীরটাকে
ফেলে আসা হবে 
অন্ধকার গলির আস্তাকুঁড়ের মধ্যে ,
শকুনের দোল ছিঁড়ে খাবে
তোমার দেহকে ।

তুমি আর পালাতে পারবে না ।
শরীরে তোমার কিছু একটা পচেছে,
তাই ওই শরীর থেকে ভেসে আসছে 
সভ্যতার ঘ্রাণ,
সমাজ,
সত্যি বলছি
কিছু একটা পচেছে তোমার মধ্যে ...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....