নামহীন গান

আমি পারছিনা খুঁজে নিতে নিজেকে আয়নাতে 
মাঝরাতে ঘুমহীন সিগারেট ধরা আছে কার হাতে?
শহরের ঠিকানায় হারিয়ে ফেলেছি আমি ঘরবাড়ি 
পাহাড়ি মেঘের সাথে কখন মিলিয়ে গেছে রেলগাড়ি 
এই কুয়াশায় জমা শীতে 
উষ্ণতা খুঁজে নিতে 
হয়তো অতর্কিতে 
হারিয়ে ফেলি, আমি, নিজেকেই...

আমি হাঁটছি না একা একা সন্ধ্যের রাস্তাতে 
কার তাতে যায় আসে ভালবাসা হাতড়াতে
ফেসবুকে থাকে-থাকে সাজানো রয়েছে সব বন্ধুরা
ডেকে যায় চেনা স্বর, চেনা চেনা সুরে বাঁধা তানপুরা
এই মানুষের ভিড় ঠেলে
জলে ভেজা চোখ মেলে
সময় পালিয়ে গেলে
আবার হারিয়ে ফেলি, আমি, নিজেকেই...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....