বাঁশি
ছুটেই চলেছি উদ্দেশ্যহীন,
মাঝেমধ্যে তার সাথে দেখা হয়
হঠাত্ হঠাত্ কোনদিন।
কখনো অফিসপাড়ায়,
মাঝেমধ্যে তার সাথে দেখা হয়
হঠাত্ হঠাত্ কোনদিন।
কখনো অফিসপাড়ায়,
ব্যস্ত এয়ারপোর্টে
অথবা ভিড়ে ঠাসা
অথবা ভিড়ে ঠাসা
শপিং মলের ফুড-কোর্টে,
কিছুটা সময় একসাথে
মানুষের ভিড় উপেক্ষা করে
না বলা কথাগুলো
না বলাই রেখে মনের ভিতরে ,
তার সাথে দেখা হয় -
স্বল্পচেনা কেউ একজন।
ছুটে চলা থামাতে পারবনা,
তাই আমরা ছুটছিই অকারণ
কিছুটা সময় একসাথে
মানুষের ভিড় উপেক্ষা করে
না বলা কথাগুলো
না বলাই রেখে মনের ভিতরে ,
তার সাথে দেখা হয় -
স্বল্পচেনা কেউ একজন।
ছুটে চলা থামাতে পারবনা,
তাই আমরা ছুটছিই অকারণ
কতকিছুই তো বলার ছিল!
তবু ভয় আর সংশয়,
তাই নিজেদেরই নিজেদের থেকে
পালিয়ে বেড়াতে হয়।
চারিদিকে মানুষের দল
ভালবাসছে যা ইচ্ছে তাই,
আমরাই শুধু সেসব থেকে দুরে
ভালো লাগা খুঁজে বেড়াই।
ভিড় মানে মানুষের সাথে মানুষের
অকারণ মেলামেশা,
ভালবাসা মুখ ঢেকে রাখে,
হাসি-গান সব স্রোতে ভাসা।
সেই সব টুকরো টুকরো
হাসি গান থেকে দুরে,
আমরা বেঁচে নিই আমাদের সত্যিটুকু
আমাদের হৃদয়পুরে;
একটু দেখা, একটু ছুঁয়ে দেখা,
আঁকড়ে রাখার একটা ভাবনাকে
গায়ে জড়িয়ে
আবার ছুটে চলা একে একে।
শেষবার যেদিন দেখা হয়েছিল
ক্লান্ত অফিস ফেরত রাস্তায়,
মনে আছে বলেছিলাম
"এভাবে বাঁচার আর কোনো মানে হয়?"
অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ
চুপ করে থেকে সে বলেছিল "না"
চোখে চোখ রেখে, আবার বলল
"না, সত্যি কোনো মানে হয়না "
আজ সে আর নেই
আমার সেই জীবন একই ভাবে চলে
আমি আজও ছুটছি,
শুধু তাকে ভুল প্রমান করব বলে...
আঁকড়ে রাখার একটা ভাবনাকে
গায়ে জড়িয়ে
আবার ছুটে চলা একে একে।
শেষবার যেদিন দেখা হয়েছিল
ক্লান্ত অফিস ফেরত রাস্তায়,
মনে আছে বলেছিলাম
"এভাবে বাঁচার আর কোনো মানে হয়?"
অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ
চুপ করে থেকে সে বলেছিল "না"
চোখে চোখ রেখে, আবার বলল
"না, সত্যি কোনো মানে হয়না "
আজ সে আর নেই
আমার সেই জীবন একই ভাবে চলে
আমি আজও ছুটছি,
শুধু তাকে ভুল প্রমান করব বলে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Kichhu rong ekhono alo khujchhe ... tumio nijer ichchemoto tader niye diye jete paro tulir elomelo koyekta taan ...