ইতিহাস


আজ স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মদিন ... 


সেই ইতিহাস 
ছাপা অক্ষরের তলায় চাপা থাকেনি কোনদিন,
কোনো ইট-কাঠ-পাথরের শহরে 
সে ইতিহাস হারিয়ে যায়নি|
একটা দেশলাই কাঠি কত আর প্রদীপ জ্বালাবে?
কেন্তু সে ইতিহাস যে দাবানল
হয়ে ওঠে শিরায় শিরায় !
সে ইতিহাস পুড়িয়ে দিক
ক্ষয়ে যাওয়া এ সমাজ, এ সভ্যতা...
আমরা হাততালি দেবো,
শোকসভা করবো,
বই লিখবো, বই পড়ব,
ফেসবুকে-ইমেলে পাখা মেলে
দিকে দিকে ছড়িয়ে দেবো
রক্ত ফোটানো
সে ইতিহাসের আগুন...

সে ইতিহাসকে আমরা
ঈশ্বর বানিয়েছি,
সে ইতিহাসের ছবি সামনে রেখে
মাথা ঠুকেছি....

ইতিহাস তবু ইতিহাস,
নীরব থাকা তার কাজ,
আমরাও নীরব রয়েছি সেই ইতিহাসের
পুনরাবৃত্তির অপেক্ষায়,
তাই বুঝি আর ইতিহাস বানাতে পারিনি,
সাদামাটা আগামী দিনগুলো অতীতের পাতায়
মাথা নীচু করে ঢুকে পড়ে,
কেউ ইতিহাস 
হতে পারে না |

আমরা সেই ইতিহাসের সামনে
হাত জোড় করে বলি
"লহো প্রনাম, স্বামী বিবেকানন্দ"

সেই ইতিহাস
চোখ মোছে
এই পরিণতির দিকে তাকিয়ে..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

tukro shorot-1

কুঁচো-কাঁচা দুঃখকথা......

pajore somudrer dheu .....