The Times They Are A-Changin
গান যে কেন সরাসরি বুকে এসে ধাক্কা মারে!
অনুবাদ করার চেষ্টা করেছি, সাহস বটে!!! সাহসিকতার জন্য পুরস্কার চাই.....
এসো বন্ধুরা এসো
কোথায় ঘর তোমার
জলে ডুবছে শহর
দেখো শূন্যে পারাবার
ভয়ে মরার আগে
উপায় শেখো বাঁচার
সময় আছে হাতে
এখন তোমার,
সময়টা নিস্প্রাণ
নয়তো সময়েই খান খান
কারণ সময় গাইছে দিনবদলের গান
এসো শিল্পী এবং কবি
ধর তুলি কিংবা কলম নিজের হাতে
পুরোটা চোখ খোলো
দেখো নতুন সময় হাঁটছে সাথে
তোমরা বড্ড দ্রুত হাঁটো
ঘুরছে চাকা এখনো রাজপথে
পিছনে তাকিও না
পুরনো অভ্যেস হাতড়াতে
যারা হেরেছলো একদিন
করছে বিজয়ের অভিযান
কারণ সময় গাইছে দিনবদলের গান
এসো মন্ত্রী কিংবা নেতা
ভাঙ্গনের গান শোনো
অনেক ভেঙেছো দেশটা
শোষণের শেষ দিনটা গোনো
যারা অনেক খেয়েছে মার
তারা ঘুরে দাঁড়াবে এবার
ঘরে বাইরে যুদ্ধ হোক
হোক রক্তে রক্তে স্নান
তোমাদের মূর্তি যাচ্ছে ভেঙে
পড়ছে দড়িতে টান
কারণ সময় গাইছে দিনবদলের গান
এসো অভিভাবক যতো
তরুনের চোখেই রাখো চোখ
চোখ রাঙালেও আজ
শুধু অবাধ্যতাই হোক
যেটা বুঝতে পারো না
না বোলো না অনর্থক
তোমাদের ফুরিয়ে যাওয়া পথে
ডাকছে অনেক পিছুটান
নতুনের হাতটা এবার ধর
হবে নতুন অভিযান
কারণ সময় গাইছে দিনবদলের গান
সরলরেখা দিচ্ছে এঁকে
অভিশাপ নামাক মহাকাল
আজকে যেটা এখন
নতুন ভোরে সেটাই গতকাল
খুব জলদি বদলে যাচ্ছে
ইতিহাসের বয়ান
কান্না যাদের চোখে
ডাকছে ভোরের আজান
কারণ সময় গাইছে দিনবদলের গান
অনুবাদ করার চেষ্টা করেছি, সাহস বটে!!! সাহসিকতার জন্য পুরস্কার চাই.....
এসো বন্ধুরা এসো
কোথায় ঘর তোমার
জলে ডুবছে শহর
দেখো শূন্যে পারাবার
ভয়ে মরার আগে
উপায় শেখো বাঁচার
সময় আছে হাতে
এখন তোমার,
সময়টা নিস্প্রাণ
নয়তো সময়েই খান খান
কারণ সময় গাইছে দিনবদলের গান
এসো শিল্পী এবং কবি
ধর তুলি কিংবা কলম নিজের হাতে
পুরোটা চোখ খোলো
দেখো নতুন সময় হাঁটছে সাথে
তোমরা বড্ড দ্রুত হাঁটো
ঘুরছে চাকা এখনো রাজপথে
পিছনে তাকিও না
পুরনো অভ্যেস হাতড়াতে
যারা হেরেছলো একদিন
করছে বিজয়ের অভিযান
কারণ সময় গাইছে দিনবদলের গান
এসো মন্ত্রী কিংবা নেতা
ভাঙ্গনের গান শোনো
অনেক ভেঙেছো দেশটা
শোষণের শেষ দিনটা গোনো
যারা অনেক খেয়েছে মার
তারা ঘুরে দাঁড়াবে এবার
ঘরে বাইরে যুদ্ধ হোক
হোক রক্তে রক্তে স্নান
তোমাদের মূর্তি যাচ্ছে ভেঙে
পড়ছে দড়িতে টান
কারণ সময় গাইছে দিনবদলের গান
এসো অভিভাবক যতো
তরুনের চোখেই রাখো চোখ
চোখ রাঙালেও আজ
শুধু অবাধ্যতাই হোক
যেটা বুঝতে পারো না
না বোলো না অনর্থক
তোমাদের ফুরিয়ে যাওয়া পথে
ডাকছে অনেক পিছুটান
নতুনের হাতটা এবার ধর
হবে নতুন অভিযান
কারণ সময় গাইছে দিনবদলের গান
সরলরেখা দিচ্ছে এঁকে
অভিশাপ নামাক মহাকাল
আজকে যেটা এখন
নতুন ভোরে সেটাই গতকাল
খুব জলদি বদলে যাচ্ছে
ইতিহাসের বয়ান
কান্না যাদের চোখে
ডাকছে ভোরের আজান
কারণ সময় গাইছে দিনবদলের গান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Kichhu rong ekhono alo khujchhe ... tumio nijer ichchemoto tader niye diye jete paro tulir elomelo koyekta taan ...